Dr. Neem on Daraz
Victory Day

ঠাকুরগাঁওয়ে ট্রাফিক পুলিশসহ আরো ৬ জনের করোনা শনাক্ত


আগামী নিউজ | ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: জুন ২২, ২০২০, ০৯:২০ এএম
ঠাকুরগাঁওয়ে ট্রাফিক পুলিশসহ আরো ৬ জনের করোনা শনাক্ত

সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নতুন করে ছয়জন করোনায় আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮০ জন। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হলেন- সদরের আদর্শ কোলনীতে দু্’জন, ট্রাফিক অফিসের একজন ও বালিয়াডাঙ্গী উপজেলায় তিনজন।

রোববার (২১ জুন)এই বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

মাহফুজার রহমান জানান, আজকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী করোনা আক্রান্ত ব্যক্তি এদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১ জন ৫৪ বছর বয়স্ক ট্রাফিক পুলিশ সদস্য, আকচা ইউনিয়নে ঢাকাফেরত ৩৪ বছর বয়স্ক ব্যক্তি (বর্তমানে বিদ্যালয়ে আইসোলেশনে আছেন) এবং জগন্নাথপুর ইউনিয়নে আদর্শ কলোনীতে ওয়ালটন শো রুমের ২১ বছর বয়স্ক সেলসম্যানসহ মোট ৩ জন করোনা পজেটিভ ও বালিয়াডাঙ্গী উপজেলার তিন জন।

তিনি আরও বলেন, আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি। আজ নতুন করে ২৬ জনের নমুনা পাঠানো হয়েছে। জেলায় মোট আক্রান্তদের মধ্যে ৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে দু’জনের।

আগামীনিউজ/শামসুল/জেএফএস
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে