Dr. Neem on Daraz
Victory Day

টেকনাফে মোট ১৬৯ জন করোনায় আক্রান্ত


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ২১, ২০২০, ১২:২৪ পিএম
টেকনাফে মোট ১৬৯ জন করোনায় আক্রান্ত

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বা আক্রান্ত ব্যক্তিদের বিভিন্নভাবে সেবা দিতে গিয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ জন চিকিৎসক, ৪ জন কর্মচারী এবং ১২ পুলিশ সদস্যের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনিবার পর্যন্ত উপজেলায় ১৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ১১ জন চিকিৎসক ও ৪ জন কর্মচারী কোভিডে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৪ জন এনজিও সংস্থা পরিচালিত চিকিৎসকও রয়েছেন।’

টিটু চন্দ্র শীল আরও বলেন, এ পর্যন্ত ৪ রোহিঙ্গাসহ ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন, মারা গেছেন ৩ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন ২৩ জন এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৯০ জন। সব মিলিয়ে ১ হাজার ৫৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, শুরু থেকেই লকডাউন ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে প্রচার-প্রচারণার কাজে জড়িত থাকায় থানা-পুলিশের ২ জন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ১২ জন পুলিশ সদস্য কোভিডে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে একজন কনস্টেবলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসের হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যরা হোম আইসোলেশনে চিকিৎসাধীন।

আগামীনিউজ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে