Dr. Neem on Daraz
Victory Day

কলাপাড়ায় আম্পানে ক্ষতিগ্রস্তরা পাচ্ছে নগদ অর্থ, বীজ সার


আগামী নিউজ | কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি প্রকাশিত: জুন ২১, ২০২০, ০৯:৪৩ এএম
কলাপাড়ায় আম্পানে ক্ষতিগ্রস্তরা পাচ্ছে নগদ অর্থ, বীজ সার

আম্পানে ক্ষতিগ্রস্ত কৃষি জমি

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কলাপাড়ায় সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার সরকারের পুষ্টি প্রণোদনার আওতায় পেতে যাচ্ছে বিশেষ সহায়তা। ১২ ইউনিয়ন ও দুটি পৌরসভার কৃষক পরিবার এ সুবিধা পাবেন বলে নিশ্চিত করেছে উপজেলা কৃষিবিভাগ সূত্র। আগামী সপ্তাহে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান কৃষকদের মাঝে সরকারের এ প্রণোদনা বিতরণ করবেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা আ. মান্নান।

সূত্র মতে জানা যায়, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উপকূলীয় এলাকার কৃষির উপরবিরূপ প্রভাব ফেলায় দুঃশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে কৃষক। এতে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোকে পুষ্টি প্রণোদনার আওতায় সরকার সবজি চাষাবাদে উদ্বুদ্ধকরতে এ সহায়তা দিচ্ছে। ১২ ইউনিয়ন ও দু’টি পৌরসভার ক্ষতিগ্রস্ত ৩২ জন করে মোট ৪৪৮ কৃষক পরিবার সরকারের এ প্রণোদনা পাচ্ছে। এ লক্ষ্যে কৃষককে বিনামূল্যে বীজ সহায়তাসহ সবজি ক্ষেতের বেড়া, মাচা ও সার বাবদ দেয়া হচ্ছে নগদ ১৯৩৫ টাকা। যা কৃষক তাদের মোবাইলে বিকাশ, শিওরক্যাশ ও নগদ একাউন্টের মাধ্যমে পাবেন। মডেল অনুসারে প্রতি শতাংশ জমির জন্য পাচ্ছেন ৭/৮ ধরনের বীজ। আগামী সপ্তাহে আম্পানে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সরকারের এ প্রণোদনা পৌঁছে দেয়া হবে।

স্থানীয় কৃষি বিভাগ সূত্র অনুসারে, আম্পানে ক্ষতিগ্রস্ত মোট কৃষি জমির পরিমাণ ১২০.৭২ একর। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৫১৮০। ক্ষয়-ক্ষতির পরিমাণ ২৭৮ লাখ টাকা।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষিতে স্বনির্ভরতা অর্জনে সরকার কৃষকের জন্য এ কৃষি প্রণোদনা দিচ্ছে। যাতে কৃষকের একটি জমিও অনাবাদী না থাকে।

আগামীনিউজ/রাসেল/জেএফএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে