Dr. Neem on Daraz
Victory Day

ময়মনসিংহে পুলিশের সুরক্ষা সামগ্রী বিতরণ


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ১৮, ২০২০, ০৫:০৬ পিএম
ময়মনসিংহে পুলিশের সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রতিকী ছবি

ময়মনসিংহে করোনাভাইরাসের নমুনা সংগ্রহকারী ৫৮ স্বাস্থ্যকর্মীদের মাঝে সুরক্ষা সামগ্রী ও ফলমূল বিতরণ করেছে জেলা পুলিশ। ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামানের তত্ত্বাবধানে বৃহস্পতিবার দুপুরে নগরীর এক নং পুলিশ ফাঁড়ির সামনে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে পিপিই, সেনিটাইজার, হ্যান্ড গ্লাভস, মাস্ক।জানা যায়, পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ ময়মনসিংহ সদরসহ ১৩ উপজেলায় নমুনা সংগ্রহের দায়িত্বে নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের তালিকা তৈরী করে। পরে এসব সুরক্ষা সামগ্রী তাদের হাতে তুলে দেন এক নং ফাঁড়ির এস আই ফারুক।

পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, এই মহাদুর্যোগকালীন সময়ে ঝুঁকি নিয়ে সাহসিকতার সাথে শহর, গ্রাম, পাড়া মহল্লায় ঘুরে ঘুরে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে আসছেন একদল স্বাস্থ্যকর্মী। স্বাস্থ্য সুরক্ষায় অপ্রতুল   সামগ্রী নিয়ে প্রথম ধাপের এই সাহসি যোদ্ধারা নিজেদের পরিবারের কথা না ভেবে দায়িত্ব পালন করে আসছেন। এসব সাহসী যোদ্ধঅদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

আগামীনিউজ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে