Dr. Neem on Daraz
Victory Day

ফেনীতে করোনা উপসর্গ নিয়ে ২ নারীর মৃত্যু


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ১৭, ২০২০, ১০:১১ এএম
ফেনীতে করোনা উপসর্গ নিয়ে ২ নারীর মৃত্যু

প্রতীকী ছবি

ফেনীতে গত দুই দিনে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে।

জানা যায়, গত ৪ থেকে ৫ দিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন ফেনী পৌরসভার ৪৫ বছর বয়সী এক নারী। গতকাল মঙ্গলবার তার শ্বাসকষ্ট বেড়ে গেলে সকাল সাড়ে ১০টার দিকে মারা যান। তার স্বামীও কয়েক দিন ধরে অসুস্থ।

ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাহিম হোসেন জানান, খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের লোকজন ওই নারীর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করেন। ওই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে।

অন্যদিকে, ফেনী শহরের শান্তিধারা এলাকায় বসবাসকারী ৭০ বছর বয়সী এক বৃদ্ধার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে গত রোববার তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকের পরামর্শের পর নমুনা দিয়ে আবার বাসায় চলে যান। গত সোমবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি করানোর পর তিনি মারা যান। পরে তাকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁঞা জানান, ওই নারীর এক ছেলেও করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

আগামীনিউজ/সোমা

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে