Dr. Neem on Daraz
Victory Day

করোনার উপসর্গ নিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ১৫, ২০২০, ০৭:০৯ পিএম
করোনার উপসর্গ নিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রতিকী ছবি

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে নুরুল আফছার রতন (৪৫) নামের একজন আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আজ সকাল ১১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়। তিনি কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছাদুল্যাপুর গ্রামের বাসিন্দা।

নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ উল্যাহ জানান, রতন গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। এরপর থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। রবিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে তার মৃত্যু হয়। কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, ওই ব্যক্তি কয়েকদিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ও কাশিতে ভুগছিলেন। শনিবার রাতে মেডিক্যাল টিম পাঠিয়ে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এরপর থেকে তিনি নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে ছিলেন। যার ফলাফল এখনো আসেনি। ফলাফল আসলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না। সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হবে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, আওয়ামী লীগ নেতা রতনকে রবিবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করানো হয়। সোমবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

আগামীনিউজ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে