Dr. Neem on Daraz
Victory Day

কুমিল্লায় একদিনেই ১৩২ জন করোনায় আক্রান্ত


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ১৩, ২০২০, ০৯:০০ পিএম
কুমিল্লায় একদিনেই ১৩২ জন করোনায় আক্রান্ত

কুমিল্লা

কুমিল্লা নগরীতে ৪২ জনসহ জেলায় ১৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কুমিল্লা জেলায় মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৪৬জন। শনিবার কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানিয়েছেন, কুমিল্লা নগরীতে ৪২ জন, চৌদ্দগ্রামে আট জন, বুড়িচংয়ে চার জন, মুরাদনগরে চার জন, লাকসামে ২২ জন, আদর্শ সদরে ছয় জন, চান্দিনায় এক জন, বরুড়ায় নয় জন, দেবিদ্বারে ১৬ জন, তিতাসে দুই জন, দাউদকান্দি আট জন, মেঘনা এক জন, হোমনা ছয় জন এবং ব্রাক্ষণপাড়ায় সাত জন আক্রান্ত হয়েছে। শনিবার পর্যন্ত কুমিল্লা জেলায় মোট সুস্থ হয়েছেন ৩২৪ জন এবং মারা গেছেন ৫০ জন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, শনিবার পর্যন্ত কুমিল্লায় মোট ১৩ হাজার ৭৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১২ হাজার ৭৪ জনের। শনিবার চৌদ্দগ্রামে ১৮, দেবিদ্বারে পাঁচ জন ও মনোহরগঞ্জে তিন জনসহ ২৬ জন সুস্থ হয়েছেন। এনিয়ে জেলায় সুস্থ হয়েছেন ৩২৪ জন। এদিন দেবিদ্বারে এক জনসহ এ পর্যন্ত জেলায় করোনায় মোট মারা গেছেন ৫০ জন। 

আগামীনিউজ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে