Dr. Neem on Daraz
Victory Day

করোনা উপসর্গ নিয়ে লাকসামের এএসআই’র মৃত্যু


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ১৩, ২০২০, ০৮:৪৯ পিএম
করোনা উপসর্গ নিয়ে লাকসামের এএসআই’র মৃত্যু

প্রতিকী ছবি

করোনা উপসর্গ নিয়ে লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের পোলইয়া গ্রামের এসএসআই মো. নুরুল আলম মজুমদার (৫৫) মারা গেছেন। শুক্রবার ঢাকায় পুলিশ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন এসএসআই মো. নুরুল আলম মজুমদার। লাকসাম থানার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দিন জানান, মো. নুরুল আলম মজুমদার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এএসআই হিসাবে সায়েদাবাদের একটি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

শুক্রবার রাতেই ডিএমপির নিজস্ব লাশ পরিবহনের গাড়িতে এনে মৃতের নিজ গ্রাম পোলইয়া কমিউনিটি মসজিদের পাশে রাত পৌনে ৪টায় দাফন সম্পন্ন হয়।উপজেলা র‌্যাপিড রেসপন্স টিমের প্রধান ডা. আব্দুল আলীর তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে ইসলামি আন্দোলনের লাকসাম টিম লাশ দাফন করে।

আগামীনিউজ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে