পাবনার চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল ফাঁকা স্থানে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার রেলবাজার হাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সপ্তাহের রবিবার চাটমোহর উপজেলার অন্যতম বড় হাটটি বসে রেলবাজার। সেখানে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল আমদানি ও বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় তিন হাজার মিটার জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা। পরে জব্দকৃত জাল গুলো ফাঁকা স্থানে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমানসহ মূলগ্রাম ইউনিয়ন তহশীলদার ও থানা পুলিশ সদস্যরা অভিযানের সময় উপস্থিত ছিলেন।
আগামীনিউজ/জেএস