Dr. Neem on Daraz
Victory Day

হাতিয়ায় ভেঙেছে বেড়িবাঁধ, ৩ গ্রাম প্লাবিত


আগামী নিউজ | হাতিয়া প্রতিনিধি প্রকাশিত: মে ২১, ২০২০, ০৩:০২ পিএম
হাতিয়ায় ভেঙেছে বেড়িবাঁধ, ৩ গ্রাম প্লাবিত

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সুখচর ও নলচিড়ার বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে দুই শতাধিক কাচাঁপাকা ঘর ও নিঝুম দ্বীপের আটটি মাছের ঘের পুরোপুরি নষ্ট হয়ে গেলেও প্রাণনাশের ঘটনা ঘটেনি।

নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাশ জানান, উপকূলীয় অঞ্চলের ২৫ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছিল। আম্ফানের প্রভাব চলে যাওয়ায় সকাল থেকে আশ্রয়কেন্দ্র থেকে মানুষ তাদের নিজ বাড়িঘরে ফেরা শুরু করেছে। জেলায় কোনো প্রাণহানীর ঘটনা ঘটেনি। সতর্ক সংকেত উঠিয়ে নেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ২ কিলোমিটার বেড়িবাঁধ, নলচিরা ইউনিয়নের ৩ কিলোমিটার বেড়িবাঁধ, চরঈশ্বরের ইউনিয়নের ৩ কিলোমিটার, নলেরচর ইউনিয়নের ৩ কিলোমিটার ও ক্যারিংচর ইউনিয়নের ২ কিলোমিটার বেড়িবাঁধ জোয়ারের পানিতে ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে।

আগামীনিউজ/তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে