Dr. Neem on Daraz
Victory Day

রাঙ্গামাটিতে করোনা সন্দেহে তিন গার্মেন্টসকর্মীকে আইসোলেশনে ভর্তি


আগামী নিউজ | রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: মে ৭, ২০২০, ০৯:৫৪ এএম
রাঙ্গামাটিতে করোনা সন্দেহে তিন গার্মেন্টসকর্মীকে আইসোলেশনে ভর্তি

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় নারায়ণগঞ্জফেরত তিন গার্মেন্টস শ্রমিককে করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বুধবার (৬ মে) বিকেলে তারা রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসর্গ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের অধিকতর সতর্কতাস্বরূপ আইসোলেশন ভর্তি করেন।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, বিকেলে তিনজন ব্যক্তি হাসপাতালে করোনা রোগ হয়েছে এমন সন্দেহে এলে তাদের মধ্যে একজনের করোনা উপর্সগ প্রবল থাকায় এবং নারায়ণগঞ্জ থেকে আসায় তাদেরকে অধিকতর সতর্কতার জন্য আইসোলেশনে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্যাকেটিং গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে। সকালে তাদের করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

আগামীনিউজ/তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে