Dr. Neem on Daraz
Victory Day

সরকারি চাল তুলে মজুত, যুবলীগ নেতার কারাদণ্ড


আগামী নিউজ | ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: মে ৩, ২০২০, ০২:১৩ পিএম
সরকারি চাল তুলে মজুত, যুবলীগ নেতার কারাদণ্ড

ঝালকাঠির নলছিটি সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডির চাল তুলে মজুত রাখার অপরাধে আব্দুর রহিম হাওলাদার নামে এক যুবলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

শনিবার (২ মে) সন্ধ্যায় উপজেলার কুশঙ্গল গ্রামের আব্দুর রহিম হাওলাদারে বাড়িতে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের চার বস্তা চালসহ তাকে আটক করে প্রশাসন। পরে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম হাওলাদার ওই গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। তিনি কুশঙ্গল ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন জানান, মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন সময় সরকারি চাল সংগ্রহ করার কথা স্বীকার করলে আব্দুর রহিম হাওলাদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। জব্দকৃত চালগুলো উপকারভোগীদের মাঝে বিতরণের নির্দেশনা দেয়া হয়েছে।

আগামীনিউজ/তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে