Dr. Neem on Daraz
Victory Day

রাজীবপুরে কৃষকদের মাঝে সবজির বীজ বিতরণ


আগামী নিউজ | রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২০, ১০:০০ পিএম
রাজীবপুরে কৃষকদের মাঝে সবজির বীজ বিতরণ

রাজীবপুর উপজেলায় সঙ্গো প্রকল্পের উদ্যোগে ১হাজার ৬৭৫ জন কৃষক পরিবারের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন সবজি বীজ বিতরণ করা হয়েছে।   

বৃহস্পতিবার রাজীবপুর উপজেলা পরিষদ চত্বরে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ইকো কো- অপারেশন এবং আরডিআরএস বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলার তিনটি ইউনিয়নের ১৬৭৫ জন কৃষক কৃষাণীর মাঝে মিষ্টি কুমড়া, লাউ, লালশাক, চিচিঙ্গা, ধুন্দুল সহ আরও কয়েক প্রজাতির সবজি বীজ বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, রাজীবপুর উপজেলায় পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মেহদী হাসান, আ'লীগ সভাপতি আব্দুল হাই সরকার, কৃষি কর্মকর্তা গোলাম রায়হানসহ বিভিন্ন ইউনিয়নের সঙ্গো প্রকল্পের প্রতিনিধিগণ।

ইকো কো-অপারেশন প্রকল্পের টেকনিক্যাল অফিসার তপন কুমার সাহা জানান, মাননীয় প্রধান মন্ত্রী ঘোষণা অনুযায়ী বসতবাড়ী এক ইঞ্চি জায়গা ফাঁকা রাখা যাবে না সবজি চাষ করতে হবে।সেই নির্দেশনা মেনে রাজীবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশিক্ষণ প্রাপ্ত প্রান্তিক কৃষক কৃষাণীদের মাঝে সবজি বীজ বিতরণ করা হল।               

তিনি আরও জানান প্রতিটি ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধিগণ সংশ্লিষ্ট ইউনিয়নে গিয়ে প্রকল্পের অন্যান্য সদস্যদের সাথে সমন্বয় করে আগামী ৭দিনের মধ্যে প্রত্যেক কৃষক কৃষাণীর বাড়িতে গিয়ে এ সবজি বীজ রোপনও নিশ্চিত করবেন।


আগামী নিউজ/ রুহুল/ তাওসিফ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে