Dr. Neem on Daraz
Victory Day

ঝিনাইদহে ৫ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত 


আগামী নিউজ | ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২০, ০৪:১৫ পিএম
ঝিনাইদহে ৫ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত 

ঝিনাইদহে নতুন করে স্বাস্থ্য পরিদর্শকসহ আরো ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলাতে ১, শৈলকূপাতে ২ এবং হরিনাকুন্ডুতে ১ জন রয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩ জন, যার ৫ জনই স্বাস্থ্য কর্মী।

সোমবার (২৭ এপ্রিল) জেলা সিভিল সার্জন কার্যালয় অফিসের করোনা ইউনিটের মেডিকেল অফিসার ও মুখপাত্র ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ বিষয়টি নিশ্চিত করেছেন। 

 এর আগেরদিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ৪০ টি নমুনার মধ্যে এ ৪ টি পজিটিভ আছে।  

জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও হাটে-বাজারে মানা হচ্ছে না সামাজিক দূরত্বের নির্দেশনা। গাদা-গাদি করে মানুষ কেনা-বেচা করছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর দায়িত্বরত টহল কমান্ডার ক্যাপ্টেন তানজিমুল আনোয়ার জানান, আমরা সাধ্যমত চেষ্টা করছি সামাজিক দূরত্ব বজায় রাখার। তবে মানুষ অযথা ঘর থেকে বের হচ্ছে। এই প্রবণতা দুর করে সকলেই সচেতন হতে হবে।

ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মেডিকেল অফিসার ও মুখপাত্র ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, আক্রান্তদের মধ্যে সবাই ভাল আছেন। কেও গুরুতর নন। আমরা প্রটোকল মেনে তাদের রক্ত সংগ্রহ করে আবারো পরীক্ষার জন্য পাঠাবো।

আগামী নিউজ/ আসিফ/ তাওসিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে