চট্টগ্রাম শহরের ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ত্রাণ নিতে আসা এক বৃদ্ধাকে শারীরিক ভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে।
সুত্রে, বর্তমান কাউন্সিলর সরকার দলীয় না হলেও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে সমন্বয় করেই দরিদ্রদের জন্যে পাঠানো প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বুঝিয়ে দেয়া হচ্ছে ভবন ও বস্তি মালিকদের ৷ দুপুরে বৃষ্টিতে ভিজে স্থানীয় নারী পুরুষরা ২৬নং হালিশহর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ত্রান সামগ্রী সংগ্রহের জন্যে সমবেত হয় ৷ এ সময় ত্রান চাইলে এসে কাউন্সিলর কার্যালয়ের ভেতরেই শারীরি নি’র্যাতনের শিকার হন ষাটোর্ধ্ব নুর জাহান বেগম।
রবিবার (২৬ এপ্রিল) হালিশহর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এ ঘটনা ঘটে।
নুরজাহান বেগম কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের জানান, কাউন্সিলর কার্যালয়ের ভেতরে জনৈক নাছির তার বুকে লাথি মেরেছে ৷বৃদ্ধার এই অভিযোগ সত্য উল্লেখ করে সেখানে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শীরা বলেন, ভোটার কার্ড দেখে ত্রান দেয়া হবে বললেও এক্ষেত্রে স্বজনপ্রীতির কারণে বেশীর ভাগ ত্রান কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাদের নিজেদের মানুষের মাঝে বিলি করা হয়।
ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজ আমার অফিসে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে ত্রান বিতরণ নিয়ে সমন্নয় মিটিং চলছিলো। এবং বৃদ্ধাকে লাথি মারার এমন কোন ঘটনা ঘটেনি।
এ সময় কমিটি গঠন নিয়ে স্থানীয় আওয়ামীগ যুবলীগ নেতাদের নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে বলে উল্লেখ করে সেই বৃদ্ধাকে মারার বিষয়টি অস্বীকার করেন।
আগামী নিউজ/ শরীফ/ তামিম