Dr. Neem on Daraz
Victory Day

যশোরে আরও ১২ জনের করোনাভাইরাসের ফলাফল পজিটিভ


আগামী নিউজ | যবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২০, ০২:৫৭ পিএম
যশোরে আরও ১২ জনের করোনাভাইরাসের ফলাফল পজিটিভ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে নমুনা পরীক্ষা করে আরও ১২ জনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার ৫ম দিনে যবিপ্রবি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল নড়াইলে পাঁচজন। এদের মধ্যে চারজন চিকিৎসক। এছাড়া যশোরে চারজন, কুষ্টিয়ায় দুইজন, মাগুরা ও মেহেরপুরে একজন করে করোনা রোগী শনাক্ত হয়। দুদিনে এখানে মোট ২৫ জন করোনা রোগী শনাক্ত হলো। তবে এখন পর্যন্ত ঝিনাইদহে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি।


আগামীনিউজ/তামিম 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে