Dr. Neem on Daraz
Victory Day

অবৈধভাবে চাল মজুদের অভিযোগে ডিলার গ্রেফতার


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২০, ০৫:২০ পিএম
অবৈধভাবে চাল মজুদের অভিযোগে ডিলার গ্রেফতার

চাল আত্মসাৎ ও অবৈধ মজুদের অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে এক ডিলারকে গ্রেফতার করে হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে তাকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার ডিলার আবু বকর সিদ্দিক ধল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

সিংগাইর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা বলেন, রোববার (১২ এপ্রিল) সন্ধ্যার পর ধল্লা ইউনিয়নের ডিলার আবু বকর সিদ্দিকের গোডাউনে অভিযান চালানো হয়।

অভিযানকালে দেখা যায়, ওই ডিলার চলতি মাসের বরাদ্দকৃত দুই হাজার ৬৭০ কেজি এবং গতমাসের ২ হাজার ২০০ কেজি চাল খোলা বাজারে বিক্রি না করে সেখানে গোপনে মজুদ রেখেছিলো।

তিনি আরও বলেন, সরকারি চাল আত্মসাৎ এবং গোপনে মজুদ রাখার অভিযোগে তাকে আটক করা হয়। এ ঘটনায় ধল্লা ইউনিয়নের ট্যাগ অফিসার মো. নাজিমুদ্দিন বাদি হয়ে ওই ডিলারের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা করেন।

আগামী নিউজ/ তাওসিফ 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে