Dr. Neem on Daraz
Victory Day

সিভিল সার্জনসহ গাজীপুরে ১৫০ জন কোয়ারেন্টাইনে


আগামী নিউজ | গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২০, ০২:৪৬ পিএম
সিভিল সার্জনসহ গাজীপুরে ১৫০ জন কোয়ারেন্টাইনে

গাজীপুরে পাঁচজন ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ার পর সিভিল সার্জনসহ দেড় শতাধিক ব্যক্তিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

রোববার (১২ এপ্রিল) ভোর থেকে হোম তদের মধ্যে গাজীপুরের সিভিল সার্জন ও তার অফিসের ১২ কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে ১৩ জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার গাজীপুর মহানগরীর চারজন ও কাপাসিয়ার এক ব্যক্তির নমুনা পরীক্ষার পর করোনাভাইরাস পজিটিভ এসেছে। ওই পাঁচজনের মধ্যে তার অফিসের নাইটগার্ডও রয়েছেন। করোনা রোগীরা যাদের সংস্পর্শে আসেন তাদেরও সংক্রমণের সম্ভাবনা থাকে। এজন্য তিনি ও তার অফিসের ১৩ কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১৫০ জনকে শনাক্ত করে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

সিভিল সার্জন জানান, শনিবার তার অফিসের নাইটগার্ডের নমুনা রিপোর্টে করোনা পজিটিভ আসে। তাকে তাৎক্ষণিকভাবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। করোনা সংক্রমণ রোধে সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য স্টাফদেরও নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি সরকারি বাসাতে কোয়ারেন্টাইনে থেকেই কাজ করছেন।

আগামীনিউজ/তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে