খাগড়াছড়ির দীঘিনালায় নতুন করে আরও ১৪ শিশু হাম রোগে আক্রান্ত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) আক্রান্ত শিশুদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের বয়স ৬ থেকে ১৩ বছর বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তনয় তালকুদার জানান, হাম আক্রান্ত দীঘিনালার প্রায় ৭টি গ্রামে শনিবার থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। ৯ মাস বয়স থেকে ১৫ বছরের নিচে বাচ্চাদের এসব টিকা দেয়া হবে।
প্রসঙ্গত, এর আগে ২৯ মার্চ হাম রোগে আক্রান্ত হয়ে মারা যায় রথীচন্দ্র কার্বারী পাড়ার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধনিকা ত্রিপুরা।
আগামীনিউজ/ তামিম