Dr. Neem on Daraz
Victory Day

শিবচর উপজেলাকে লকডাউন ঘোষণা


আগামী নিউজ | মাদারীপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২০, ০৫:১৫ পিএম
শিবচর উপজেলাকে লকডাউন ঘোষণা

মাদারীপুর জেলার শিবচর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন দুপুর ২টার পর ফার্মেসী ব্যতিত সকল দোকান বন্ধ রাখার নির্দেশনা দিয়ে থাকে।

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, মাদারীপুর জেলা থেকে এপর্যন্ত ৩৯ জনের নমুনা করোনাভাইরাস পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ৩৬ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া ৫০ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। বর্তমানে মাদারীপুরে হোম কোয়ারেন্টে আছেন ১৭০ জন। আইসোলেশনে আছে ৪ জন। সর্বমোট হোমকোয়ারেন্টাইনে ছিল ১৪২৪ জন।

এপর্যন্ত মাদারীপুর জেলা থেকে ৩৯ জনের নমুনা নেওয়া হয়েছে করোনাভাইরাস সনাক্তের জন্য তা ঢাকায় প্রেরণ করা হয়। গত ২৪ ঘন্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৬ জন ও আইসোলেশনে ৪ জন রয়েছে।

মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, শিবচর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া দুপুর ২টা থেকে শুধুমাত্র ফার্মেসী ছাড়া অন্যান্য দোকান বন্ধ থাকবে।

আগামী নিউজ/ মাসুদ রেজা/ তাওসিফ 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে