Dr. Neem on Daraz
Victory Day

রমেকে ২৭ জনের নমুনা সংগ্রহ


আগামী নিউজ | রামেক প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৬, ২০২০, ০৪:১৬ পিএম
রমেকে ২৭ জনের নমুনা সংগ্রহ

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে রংপুর মেডিকেল কলেজে নতুন করে ২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দ্বিতীয় দফায় গত শনি ও রোববার রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও ঠাকুরগাঁও জেলা থেকে এই ২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়।

সোমবার (৬এপ্রিল) সকাল ১০টা থেকে এসব নমুনা পরীক্ষা শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ও পিসিআর ল্যাবরেটরির তত্ত্বাবধায়ক ডাক্তার মোস্তাকিমুর রহমান।


তিনি বলেন, শনি ও রোববার করোনা আক্রান্ত সন্দেহের ২৭টি নমুনা নিয়ে সোমবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা কার্যক্রম শেষ হলে রোববার রাত ৯টার মধ্যেই ফলাফল ডিজি হেলথ ও আইইডিসিআরে পাঠানো হবে। পরে আইইডিসিআর ফলাফল ঘোষণা করবে।


আগামীনিউজ/তামিম 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে