Dr. Neem on Daraz
Victory Day

ঠাকুরগাঁওয়ে শতা‌ধিক পরিবার কোয়ারেন্টাইনে


আগামী নিউজ | ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩০, ২০২০, ০৭:৩৮ পিএম
ঠাকুরগাঁওয়ে শতা‌ধিক পরিবার কোয়ারেন্টাইনে

ঠাকুরগাঁওয়ে একই পরিবারের ৫ জন জ্বর -সর্দি ও শ্বাস কষ্টে আক্রান্ত হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠিয়ে পরদিন ঐ গ্রামের ১শ পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এটি নিশ্চিত করেছেন।

শনিবার সদর উপজেলার চিলারং ইউনিয়নের আলাদি নদীপাড়া গ্রামের রুহুল আমিন ও তার স্ত্রী-সন্তানসহ একই পরিবারের ৫জন জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হলে তাদের প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। আইইডিসিআরের পরামর্শে ওই দিন সন্ধ্যায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে ৫ জনের নমুনা সংগ্রহের পর রোববার বিকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আইশোলেশনে আনা হয় । এটি নিশ্চিত করেছেন ঠাকুরগঁাও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপলের নেতৃত্বে একদল চিকিৎসক আইশোলেশনে থাকা রুহুলসহ ওই ৫জনের শারীরিক অবস্থার পরিমাপ করেন। মেডিসিন সিনিয়র কন সালন্টেন ডা. তোজ্জামেল হোসেন বলেন তারা এখন সুস্থ রয়েছে।

ডা. নাদিরুল আজিজ চপলের বলেন, ওই পরিবারের পাঁচজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কি-না তা জানার জন্য রক্তের নমুনা ঢাকায় পাঠিয়েছে রমেক হাসপাতাল।  ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন ওই আক্রান্তদের স্বজন ও আশপাশের ১শ পরিবারের মাঝে সাত দিনের খাবার পৌঁছে দেয়া হয়েছে।

চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, একই পরিবারের পাঁচ সদস্য জ্বর-শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই গ্রামের একশ পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন ইউএনও। গ্রামের মানুষকে সর্তক করতে লাল পতাকা উড়ানো হয়েছে ।

আগামী নিউজ/ তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে