Dr. Neem on Daraz
Victory Day

বিরামপুরে ৮ বছরের শিশু ও মেডিকেল অ্যাসিসটেন্ট আইসোলেশনে


আগামী নিউজ | বিরামপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৯, ২০২০, ০৩:৪৩ পিএম
বিরামপুরে ৮ বছরের শিশু ও মেডিকেল অ্যাসিসটেন্ট আইসোলেশনে

করোনা আক্রান্ত সন্দেহে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ বছরের এক শিশু ও স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যাসিসটেন্টকে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের দুজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে। 

শনিবার (২৯মার্চ ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী  এসব তথ্য জানিয়েছেন। 

গত সোমবার দুপুরে আট বছরের এক শিশুকে এবং মঙ্গলবার দুপুরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যাসিসটেন্টকে আইসোলেশনে রাখা হয়। এ সময় তার পরিবারকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর যে সকল লক্ষণ রোগীর মধ্যে থাকে তার প্রায় সব কিছুই আছে আইসোলেশনে থাকা ওই দুজনের মধ্যে।

আগামী নিউজ/ তামিম 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে