Dr. Neem on Daraz
Victory Day

রাজবাড়ীতে ৫৮৭ জন হোম কোয়ারেন্টাইনে


আগামী নিউজ | রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৭, ২০২০, ০৬:১৮ পিএম
রাজবাড়ীতে ৫৮৭ জন হোম কোয়ারেন্টাইনে

কিশ্ব আতঙ্কের নাম করোনাভাইরাস। এর আক্রান্ত ও মৃতে বিশ্ব দিশেহারা। এ ভাইরাস থেকে বাংলাদেশও রক্ষা পায়নি। করোনা প্রতিরোধে দেশেও হোম কোয়ারেন্টাইনে যাচ্ছে স্বচেনত জণগন।  রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় ৫১ জন বেড়ে মোট ৫৮৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এর মধ্যে ৫১ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্তি দেওয়া হয়েছে।

রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, ১ হাজার ৭ শত ৮৭ জন বিদেশ থেকে এসেছে। এর মধ্যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ৫৮৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

জেলা পুলিশের তথ্য মতে, ১,৭৮৭ জনের মধ্যে এখন পর্যন্ত ১হাজার ৪ শত ১৯ জনকে হোম কোয়ারেন্টাইরে রাখা হয়েছে। বাঁকিদের খুজে বেড় করে হোম কোযারেন্টাইনে রাখার চেষ্টা চলছে।

আগামী নিউজ/ তামিম  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে