Dr. Neem on Daraz
Victory Day

টাঙ্গাইলে করোনা প্রতিরোধে জনসচেতনতায় কাজ করছে সেনাবাহিনী


আগামী নিউজ | টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৬, ২০২০, ১০:৫৫ পিএম
টাঙ্গাইলে করোনা প্রতিরোধে জনসচেতনতায় কাজ করছে সেনাবাহিনী

টাঙ্গাইল শহর পুরোটা ফাঁকা হয়ে এসেছে। গতকাল থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের পর আজ থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি শুরু হওয়ায় শহরে তেমন লোকজন নেই বললেই চলে। প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হলে আইন-শৃঙ্খলা বাহিনী তাদেরকে বাসায় ফেরত পাঠাচ্ছেন।

এদিকে  বৃহস্পতিবার বিকেল থেকে টাঙ্গাইল শহর ঘুরে দেখা যায়, গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সকাল থেকেই শহরের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে  দূরত্ব বজায় রাখতে কাজ করে যাচ্ছেন স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা। বাজার থেকে শুরু করে সব জায়গায় যাতে একের অধিক মানুষ একসঙ্গে থাকতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি করছেন সেনাবাহিনী।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম বলেন, আমরা বাজারে অপ্রয়োজনে লোকজন ভিড় করছে কিনা এবং যেসব দোকান বন্ধ রাখার কথা ছিল সেগুলো বন্ধ আছে কিনা সঙ্গে সঙ্গে বন্ধ রাখার অনুরোধ জানানো হয়। এলাকায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে থাকার পরামর্শও দেন।


আগামী নিউজ/ তামিম 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে