Dr. Neem on Daraz
Victory Day

শিবচরের ৭০ হাজার মানুষ নজরদারিতে 


আগামী নিউজ | মাদারীপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২২, ২০২০, ০৬:১৯ পিএম
শিবচরের ৭০ হাজার মানুষ নজরদারিতে 

করোনাভাইরাসের ঝুঁকি রোধে মাদারীপুরের শিবচরে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। উপজেলার ছয় এলাকার ৭০হাজার মানুষকে বিশেষ নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রাথমিকভাবে শিবচরের ৭০ হাজার মানুষকে চিহ্নিত করে নজরদারিতে রাখা হয়েছে। ফলে পুরো শিবচর উপজেলা কার্যত অবরুদ্ধ হয়ে আছে। জেলায় হোম কোয়ারেন্টাইনে ২৯৮ জন, আইসোলেশনে তিনজন ও তিনজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন।

গত বৃহস্পতিবার (১৯ মার্চ) মাদারীপুর জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বিভাগের সমন্বয়ে শিবচর পৌরসভার দুটি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের দুটি গ্রাম ও দক্ষিণি বহেরাতলা ইউনিয়নের দুটি গ্রাম লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়। এসব এলাকায় কেউ যেন ঢুকতে না পারে সেজন্য ১৬টি পয়েন্টে টহল দিচ্ছে পুলিশ। কিছু প্রয়োজন হলে পুলিশের সহযোগিতায় তা সংগ্রহ করছে মানুষ। এছাড়া কালকিনি উপজেলা থেকে বরিশালগামী কোনো পরিবহন চলাচল করতে দেয়া হচ্ছে না।

আগামীনিউজ/তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে