Dr. Neem on Daraz
Victory Day

মৌলভীবাজারে কোয়ারেন্টাইনে ৩১৭


আগামী নিউজ | মৌলভীবাজার প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২০, ২০২০, ০৩:২৫ পিএম
মৌলভীবাজারে কোয়ারেন্টাইনে ৩১৭

মৌলভীবাজারে বিদেশফেরত ৩১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে কারও শরীরে এখন পর্যন্ত করোনাভাইরাসের লক্ষণ বা উপসর্গ এখনও পাওয়া যায়নি।

মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ওই ৩১৭ জনের মধ্যে সদরে ২৬ জন, কুলাউড়ায় ৫২ জন, জুড়ীতে ১৯ জন, বড়লেখায় ৩২ জন, শ্রীমঙ্গলে ৮১ জন, কমলগঞ্জে ৬৫ জন এবং রাজনগরে ৪২ জন।

মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রোকশানা ওয়াহিদ রাহি এ তথ্য নিশ্চিত করে জানান, কোয়ারেন্টাইনে থাকা কারও শরীরে এখন পর্যন্ত করোনাভাইরাসের লক্ষণ বা উপসর্গ নেই। তারা সবাই মৌলভীবাজারের স্বাস্থ্য বিভাগের নিবিড় তদারকির মধ্যে রয়েছেন।

তবে অভিযোগ রয়েছে, করোনা সন্দেহে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের অধিকাংশই জনসমাগমে ঘোরাফেরা করছেন। অনেকে বিয়ে, কেনাকাটায়ও ব্যস্ত। মানছেন না ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নিয়মাবলী। মোবাইল কোর্ট করে অনেককে জরিমানা করেছে জেলা ও উপজেলা প্রশাসন। জোর করে পাঠিয়ে দেয়া হচ্ছে হোম কোয়ারেন্টাইনে।

আগামীনিউজ/তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে