Dr. Neem on Daraz
Victory Day

কাল মুন্সীগঞ্জে করোনা আইসোলেশন সেন্টার উদ্বোধন


আগামী নিউজ | মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৬, ২০২০, ০১:০২ পিএম
কাল মুন্সীগঞ্জে করোনা আইসোলেশন সেন্টার উদ্বোধন

ইউনাইটেড হাসপাতাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য ২৫ শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট উদ্বোধন করতে যাচ্ছে।

আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) মুন্সীগঞ্জের লৌহজংয়ের গাঁওদিয়া ইউনিয়নের ঘোলতীতে এ ইউনিট উদ্বোধন করা হবে। ইউনাইটেড হাসপাতালের মিডিয়া ও পাবলিক রিলেশন কর্মকর্তা মি.সাজ্জাদুর রহমান শুভ এ তথ্য জানিয়েছেন।

মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের এমপি ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ইউনিট উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আব্দুল মমিন পিপিএম এবং সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ।

সাজ্জাদুর রহমান জানান, করোনা আক্রান্ত রোগীদের এখানে সবার থেকে বিচ্ছিন্ন রেখে আইসোলেশন বা কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হবে। তবে এখানে করোনাভাইরাস শনাক্তের কোনো ব্যবস্থা থাকছে না। একমাত্র সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও  গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে শনাক্ত করোনা আক্রান্ত রোগীকে এখানে আইসোলেশন বা কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হবে।

আগামীনিউজ /হাসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে