Dr. Neem on Daraz
Victory Day

গোপালগঞ্জে পরীক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার ১১


আগামী নিউজ | গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১২, ২০২০, ০২:৩৪ পিএম
গোপালগঞ্জে পরীক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার ১১

গোপালগঞ্জের সাবেক ইউপি মেম্বারের করা গুলিতে এস.এস.সি পরীক্ষার্থী রনি হাওলাদার নিহতের ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে আরো ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে হত্যা মামলায় ২৪ আসামির মধ্যে ১৫ জনকে পুলিশ গ্রেফতার করতে পেরেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দেড়টায় বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল ইসলাম।

তিনি বলেন, ভোর ৪টার দিকে তাদেরকে পুলিশ বনগ্রামের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে। গ্রেফতারদের সকলের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামে। 

তিনি আরো বলেন, গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরকেও তাড়াতাড়ি গ্রেফতার করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি শেখ ও মোল্লা বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাবেক ইউপি মেম্বার আজিজুল শেখ বন্দুক দিয়ে গুলি ছুঁড়লে এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়।

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে