Dr. Neem on Daraz
Victory Day

বরযাত্রীবাহী মাইক্রোবাস-ট্রাক্টরের সংঘর্ষে নিহত ২


আগামী নিউজ | নীলফামারী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১১, ২০২০, ১২:০১ পিএম
বরযাত্রীবাহী মাইক্রোবাস-ট্রাক্টরের সংঘর্ষে নিহত ২

নীলফামারীর ডোমার উপজেলায় বরযাত্রীবাহী মাইক্রোবাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরো ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টায় দেবীগঞ্জ-ডোমার সড়কের পাগলা বাজার (আমতলী) নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসে থাকা সবার বাড়ি ডোমার উপজেলার বোড়াগাড়ী এলাকায়। তবে এ পর্যন্ত কারো পরিচয় জানা যায়নি।

জানা যায়, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার তিস্তারহাট থেকে বিয়ের বরযাত্রী নিয়ে ফেরার পথে পাগলা বাজারের কাছাকাছি আসলে মাইক্রোবাসটিকে এক‌টি ট্রাক্টর এসে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি সড়ক থেকে ছিটকে পাশের আবাদি জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।

ট্রাক্টর চালক পালিয়ে গেলে ঘাতক ট্রাক্টরটিকে স্থানীয়রা আটক করে ডোমার থানায় সোপর্দ করে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে