Dr. Neem on Daraz
Victory Day

অগ্নিদগ্ধ হয়ে ৬ জন নিহতের সেই বাসচালক আটক


আগামী নিউজ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১০, ২০২০, ০৪:০০ পিএম
অগ্নিদগ্ধ হয়ে ৬ জন  নিহতের সেই বাসচালক আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ছয়জন নিহত হওয়ার ঘটনায় বাসচালক মাসুদ রানাকে (৩৫) আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার। আটক মাসুদ রানা ঢাকার ডেমরা এলাকার নাছির উদ্দিনের ছেলে।

গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বিজয়নগর উপজেলার ভাটি-কালীসিমা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা ছয়জন নিহত হন। এর মধ্যে পাঁচজনই অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় আহত হন আরো চারজন।

হতাহতরা সবাই নারায়ণগঞ্জ থেকে সিলেটের হযরত শাহজালাল (র.) এর মাজারে যাচ্ছিলেন। আর বাসটি সুনামগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল।

এ ঘটনায় বাসচালক ও মালিকের বিরুদ্ধে ৭ মার্চ বিজয়নগর থানায় মামলা দায়ের করেন এসআই প্রেমধন মজুমদার। মামলার এজহারে বাসের গতি বেশি ছিল বলে উল্লেখ করা হয়।

এসআই প্রেমধন মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থেকে বাসচালককে আটক করা হয়। এ বিষয়ে বিকালে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে