Dr. Neem on Daraz
Victory Day

ববি ছাত্রীর ওপর হামলায় মানবাধিকার সমিতির প্রতিবাদ


আগামী নিউজ | ববি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৬, ২০২০, ০৪:২৪ পিএম
ববি ছাত্রীর ওপর হামলায় মানবাধিকার সমিতির প্রতিবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী জান্নাতুল নওরীনের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি।

শুক্রবার (৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ এবং তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, আমরা কোন সভ্য সমাজে বসবাস করছি?

তিনি আরও বলেন, গণিত বিভাগের ৫ম বর্ষের ওই শিক্ষার্থীর ওপর অমানুষিক নির্যাতনের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। দুর্বৃত্তরা লাঠিসোটা দিয়ে মারধরের পর জ্যামিতি বক্সের সুচালো কাটা কম্পাস দিয়ে স্পর্শকাতর অঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে খুঁচিয়ে খুঁচিয়ে আহত করেছে। এই বর্ববরতার অবসান কবে হবে?

তিনি বলেন, স্বাধীনতার ৪৯ বছর পরেও শিক্ষিত সমাজের সোনার ছেলেরা নিজেদেরকে কোন অন্ধকারে নিয়ে যাচ্ছে। এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার জন্য জোর দাবি করছি।

আগামীনিউজ/মঞ্জুর/তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে