Dr. Neem on Daraz
Victory Day

সাভারে আন্ত:জেলা ডাকাত দলের ১০ সদস্য আটক


আগামী নিউজ | সাভার প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৫, ২০২০, ০৩:৫৭ পিএম
সাভারে আন্ত:জেলা ডাকাত দলের ১০ সদস্য আটক

সাভারে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের ১০ সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক আবুল হাসান।

এর আগে বুধবার (৪ মার্চ) সাভারের হেমায়েতপুরের হারুলিয়া থেকে একটি কাভার্ড ভ্যানসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন, রাজধানীর কেরানীগঞ্জের কলমারচর গ্রামের মো. আবুল হোসেন (৩০), একই এলাকার মহিউদ্দিন (৪৫), জামালপুর জেলা সদরের মো. রাজু (৩০), মাদারারিপুর জেলার শিবচর থানার মো. সুরুজ (৩০), মাদারারিপুর জেলার শিবচর থানার বয়াতিকান্দি গ্রামের মো. জালাল মাদবর (৫০), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখা থানার মো. আবুল হোসেন ফকির (৪০), মাদারারিপুর জেলার শিবচর থানার রাসেল সিকদার (২৮), সাভারের কলমার দোসাইদের মো. আমজাদ হোসেন (৪৫), মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার পাগল চন্দ্রা মনি দাশ (৫৫), মানিকগঞ্জ জেলার ঘিওর থানার মো. আইয়ুব আলী (৪৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে প্রথমে আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্যকে আটক করে। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। পরে কাভার্ড ভ্যানটির তালা খুললে ভিতরে থাকা আরো ৮ ডাকাতকে আটক করা হয়। এসময় চাপাতি, শাবল, ছেনি দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে বিভিন্ন জেলায় অভিনব কায়দায় গৃহ ডাকাতি, রাস্তায় ডাকাতিসহ কাভার্ড ভ্যান ব্যবহার করে গরু চুরি করতো। তারা পেশাদার আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলেও স্বীকার করেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে