Dr. Neem on Daraz
Victory Day

মাটিরাঙ্গায় বিজিবির সঙ্গে সংঘর্ষে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন


আগামী নিউজ | খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৪, ২০২০, ১২:০৩ পিএম
মাটিরাঙ্গায় বিজিবির সঙ্গে সংঘর্ষে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গ্রামবাসীর সঙ্গে বিজিবি সদস্যদের সংঘর্ষে নিহত পাঁচজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) দিনগত রাত সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে বাবা ও দুই ছেলেসহ চারজনের ময়নাতদন্ত করা হয়। এর আগে বিকেল ৪টার দিকে গুলিতে নিহত বিজিবি সদস্যের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

নিহতরা হলেন, বিজিবি সদস্য বরগুনার বেতাগী থানার মো. সুজন খানের ছেলে মো. শাওন খান (৩০), মাটিরাঙ্গার বটতলী এলাকার বাসিন্দা মো. মুছা মিয়া (৫৫), তার দুই ছেলে আহমদ আলী (২৫) ও আলী আকবর (২৭), একই এলাকার বাসিন্দা মো. মফিজ মিয়া (৬০)।

খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন মিঠুন চাকমা বলেন, স্পর্শকাতর ঘটনা হওয়ায় আমরা রাতের মধ্যে লাশগুলোর ময়নাতদন্ত সম্পন্ন করেছি। ইতোমধ্যে লাশ পুলিশের কাছে হস্তান্তর করেছি।

বুধবার (০৪ মার্চ) সকালে মাটিরাঙ্গার বটতলী মাঠে নিহতদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিকভাবে সবার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এদিকে নিহত বিজিবি সদস্যের লাশ বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি। মামলা করলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এদিকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

আগামীনিউজ/মাসুম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে