Dr. Neem on Daraz
Victory Day

পিকআপচাপায় মেয়েসহ শিক্ষক মা প্রাণ হারাল


আগামী নিউজ | নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৪, ২০২০, ১০:৫১ এএম
পিকআপচাপায় মেয়েসহ শিক্ষক মা প্রাণ হারাল

নোয়াখালীর বেগমগঞ্জে ছালামের দোকান নামক স্থানে পিকআপচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, মিরওয়ারিশপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলি রানী মজুমদার ও তার দুই বছরের মেয়ে নিধি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার সময় চৌমুহনী থেকে সিএনজি অটোরিকশায় আপানিয়ায় যাওয়ার সময় ছালামের দোকান নাকম স্থানে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ তাদের চাপা দেয়। এ সময় ওই স্কুল শিক্ষিকার আরো এক মেয়ে মেঘা আহত হয়। আহতদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে