Dr. Neem on Daraz
Victory Day

সাতক্ষীরায় উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ অনুষ্ঠিত


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৪, ২০২০, ১২:১২ এএম
সাতক্ষীরায় উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ অনুষ্ঠিত

ঢাকা:`মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার' এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন।

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আয়োজনে মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উক্ত সংলাপ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম প্রমুখ। 

সমাবেশে এ সময় শহরের বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন।

বক্তারা বলেন, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম। আর তাই আগামী প্রজন্মকে শান্তিতে রাখতে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সাথে তাদেরকে উগ্রবাদ বিরোধী সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।


আগামীনিউজ/সুমন/নাঈম   
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে