Dr. Neem on Daraz
Victory Day

মালয়েশিয়া পাচারকালে ৩৭ রোহিঙ্গা উদ্ধার


আগামী নিউজ | কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২, ২০২০, ০২:৫৪ পিএম
মালয়েশিয়া পাচারকালে ৩৭ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারে সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়া পাচারকালে ৩৭ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় তিন দালালকে আটক করা হয়।

সোমবার (২ মার্চ) ভোররাতে এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয় বলে জানান হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এসএম আতিক উল্লাহ।

আটক দালালদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে চার শিশু, ১৭ নারী ও ১৬ পুরুষ রয়েছেন। এসব রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

এসআই আতিক উল্লাহ জানান, ভোররাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজু খাল ব্রিজের রামু অংশের সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়া পাচারের জন্য কিছু রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে খবরে পুলিশের একদল অভিযান চালায়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে কয়েক দালাল পালিয়ে গেলেও তিনজনকে আটক করা সম্ভব হয়।

আটক দালালদের বিরুদ্ধে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

আগামীনিউজ/হাসি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে