Dr. Neem on Daraz
Victory Day

ভালুকায় ব্রিজ ভেঙ্গে ড্রাম ট্রাক নদীতে


আগামী নিউজ | ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২০, ০৪:৩০ পিএম
ভালুকায় ব্রিজ ভেঙ্গে ড্রাম ট্রাক নদীতে

ভালুকা-মল্লিকবাড়ী সড়কের বেইলি ব্রিজ দিয়ে ওভারলোড বালু বহন করায় ব্রিজ ভেঙ্গে বালু বোঝাই একটি ট্রাক নদীতে পড়ে গেছে। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজটি ঝুঁকিপূর্ণ ৫টনের অধিক মালামাল নিয়ে ব্রিজটি দিয়ে যান চলাচল নিষিদ্ধ থাকলেও এলাকাবাসীর নিষেধ উপেক্ষা করে প্রায় ৩০ টনের অধিক বালু ভর্তি একটি ড্রাম ট্রাক খিরু নদীর ওই ব্রিজটিতে উঠলে বেইলি ব্রিজটি ভেঙ্গে নদীতে পড়ে যায়। এসময় ব্রিজ দিয়ে হেটে যাওয়া শহিদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র শাকিল আহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত ট্রাকটির চালক ও সহকারী তাৎক্ষনিকভাবে পালিয়ে যায়।

সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. ওয়াহিদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে বেইলি ব্রিজের মিস্ত্রি পাঠিয়েছি। আমাদের কাছে বরমি সড়কের একটি অতিরিক্ত বেইটি ব্রিজ রয়েছে সেটা খুলে আশা করছি আজ কালের মাঝেই মেরামত কাজ শুরু হবে।

আগামীনিউজ/তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে