Dr. Neem on Daraz
Victory Day

ঢাকা ও না.গঞ্জের বিভিন্ন এলাকা থেকে চোর চক্রের ৭ জন আটক


আগামী নিউজ | নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২০, ০৩:৫০ পিএম
ঢাকা ও না.গঞ্জের বিভিন্ন এলাকা থেকে চোর চক্রের ৭ জন আটক

বিয়ে বাড়িতে বরযাত্রীর ছদ্মবেশে অভিনব কৌশলে সঙ্গবদ্ধ চোরাচক্রের সাত সদস্যকে আটক করেছে র‌্যাব।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ডেমরা এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়া ও সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকার মোবাইল ফোন, উচ্চ ক্ষমতা সম্পন্ন ল্যাপটপ ও নগদ টাকাসহ বিপুল পরিমান চোরাই মালামাল।

আটককৃতরা হলেন, শাহজালাল ওরফে শাংখা, আবদুল কাদির জিলানী, মো. সাদ্দাম, আরিফুল ইসলাম ওরফে মিঠু, নুর উদ্দিন ওরফে বাবু, সুজন ও শাহিন মিয়া।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‌্যাব ১১ সহকারি পরিচালক নাজমুল হাসান জানান, আটককৃত চক্রটি আইন-শৃংখলা বাহিনীর ধরা ছোঁয়ার বাইরে থেকে দীর্ঘ দশ বছর ধরে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চুরি করে আসছে। তাদের একমাত্র পেশাই চুরি। এই চক্রের মূল টার্গেট বিয়ে বাড়ির শিশু কিশোরী এবং বিভিন্ন গণপরিবহনের যাত্রীরা। এরা কখনো বর যাত্রীবেশে, আবার কখনো সাধারণ যাত্রীর ছদ্মবেশ ধারণ করে মানুষের সাথে মিশে যায়। এরপর অত্যন্ত সুকৌশলে হাতিয়ে নিতো যাত্রীদের নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র।

আগামীনিউজ/রফিক/মাসুম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে