Dr. Neem on Daraz
Victory Day

টাঙ্গাইলে লৌহজং নদীর উচ্ছেদ অভিযান শুরু


আগামী নিউজ | টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০৩:৩১ পিএম
টাঙ্গাইলে লৌহজং নদীর উচ্ছেদ অভিযান শুরু

টাঙ্গাইলের লৌহজং নদী উদ্ধারে দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযানে নেমেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের নেতৃত্বে সমন্বিতভাবে নদী দখল অভিযান শুরু হয়।

এসময় নদীর পাড়ে গড়ে ওঠা সাত তলা বিশিষ্ট একটি ভবন উচ্ছেদের মধ্যে দিয়ে নদী উদ্ধার কার্যক্রম শুরু হয়। নদীর দুই পাড়ে প্রথম পর্যায়ে তিন কিলোমিটারের ২৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এবং ধারাবাহিকভাব ৬৫ কিলোমিটার নদীই অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা হবে।

এসময় জেলা প্রশাসক বলেন, নদীর অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করার জন্য এই উদ্যোগ চলতেই থাকবে। যত দিন লাগবে নদী উদ্ধার কবার্যক্রম চলতে থাকবে।

আগামীনিউজ/মোস্তফা/মাসুম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে