Dr. Neem on Daraz
Victory Day

মুজিববর্ষ উপলক্ষে নাট্য উৎসব


আগামী নিউজ | চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০১:১৫ পিএম
মুজিববর্ষ উপলক্ষে নাট্য উৎসব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দুইটি নাটক পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় নাট্য উৎসব পালন করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমি ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগীতায় জেলা শিল্পকলার মঞ্চে নাটকের আয়োজন করা হয়।

আয়োজিত নাটকগুলো হলো, সুনাগরিকের সন্ধানে ও একটি অবাস্তব গল্প।

এই সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার জিনিয়া জামান, সহকারী কমিশনার রওশনয়ারা, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিক আক্তার, স্বাধীন সাহিত্য পরিষেদের সাধারণ সম্পাদক এনামুল হক তুফান, কবি আজিজুর রহমান ও জেলা কালচারাল কর্মকর্তা ফারুকুর রহমান ফয়সল।

ঘণ্টাব্যাপী নাটক দুইটিতে কিভাবে সুনাগরিকের সন্ধান এবং নিরহ মানুষ কিভাবে ফেসে গিয়ে ফাঁসির মঞ্চে ফাঁসি কার্যকারীতা হয় তা তুলে ধরা হয়। নাটকটি পরিবেশ করেন রাজশাহী সংস্কৃতিসংঘ ও নাট্যদুয়ার সাত বাড়িয়া সংস্কৃতিসংঘ।

আগামীনিউজ/জহির/মাসুম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে