Dr. Neem on Daraz
Victory Day

কুষ্টিয়ায় একজনের ফাঁসি, ১১ জনের যাবজ্জীবন


আগামী নিউজ | কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২০, ০২:০১ পিএম
কুষ্টিয়ায় একজনের ফাঁসি, ১১ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় দায়ের করা হত্যা মামলায় একজনের ফাঁসি এবং ওই মামলায় এগারো জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদলত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত হলেন, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বানিয়াপাড়া এলাকার নফছের আলী ছেলে জাগো (৩০)।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার সোনাইডাঙ্গা এলাকার বদর উদ্দিনের ছেলে ইলাম মণ্ডল ওরফে কালু (৩২), বৃত্তিপাড়া এলাকার মনোয়ার মণ্ডলের ছেলে শহিদুল ইসলাম (৩০), গজনবীপুর এলাকার মৃত আলম ফকিরের ছেলে বাদশা ওরফে বাশি মণ্ডল (৩৮), দেড়িপাড়া এলাকার তোয়াক্কেল জোয়াদ্দারের ছেলে আলিম ওরফে ঝড়ো (৩৮), বারুইপাড়া এলাকার আফাজ সর্দারের ছেলে আমিরুল ইসলাম (৩৫), উজানগ্রাম এলাকার মোনাউল্লাহ এর ছেলে বাবলু (৪০), বারুইপাড়া এলাকার মৃত তাইজাল হোসেনের ছেলে রহমত ওরফে সাইদুল (২৬), একই এলাকার ইজ্জত আলীর ছেলে মিজানুর রহমান (৩৫), ইয়ার আলীর ছেলে আলী হোসেন (২৫), আবদুল মজিদ মণ্ডলের ছেলে আসাদুল (২১) এবং বৃত্তিপাড়া এলাকার সামসুলের ছেলে ইউনুচ (৩৫)।

রায় ঘোষনাকালে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি শহিদুল ইসলাম, আলিম ওরফে ঝড়ো, বাবলু, সাইদুল, মিজানুর রহমান, আলী হোসেন, ইউনুচ এবং মৃতদণ্ডপ্রাপ্ত জাগো পলাতক ছিলো।

আদালতসুত্রে জানা যায়, ২০১২ সালের ২৩ অক্টোবর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার বারুইপাড়া মিনি ক্যানেল পাড়ে ফরিদুলকে জবাই করে হত্যা করে দেহ থেকে মাথা সম্পূর্ণরুপে আলাদা করে নিকটবর্তী ব্রীজের রেলিং-এর ওপরে রেখে চলে যায় সন্ত্রাসীরা।

আগামীনিউজ/জাহিদ/মাসুম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে