Dr. Neem on Daraz
Victory Day

সন্তানের গলায় রশি বেঁধে ভিক্ষা করেন জামেনা


আগামী নিউজ | নেত্রকোনা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২০, ০৫:০৪ পিএম
সন্তানের গলায় রশি বেঁধে ভিক্ষা করেন জামেনা

বেঁচে থাকার তাগিদে প্রতিবন্ধী সন্তানের গলায় রশি বেঁধে এক গ্রাম থেকে অন্য গ্রামে ভিক্ষার জন্য ছুটে যান এক অসহায় মা। বছরের পর বছর এভাবে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার শৈলাডহর গ্রামের প্রতিবন্ধী জাকির হোসেনের মা জামেনা খাতুন।

স্থানীয় সূত্র জানায়, তাদের বাড়িঘর নেই। অন্যের বাড়িতে বসবাস করেন তারা। ভিক্ষা করে যা পান তা দিয়ে চলে তাদের সংসার। এ অবস্থায় ছেলের চিকিৎসা করাতে সবার সহযোগিতা চেয়েছেন জামেনা খাতুন।

জাকিরের মা জামেনা খাতুন বলেন, শ্রবণশক্তিহীন ও বুদ্ধিপ্রতিবন্ধী হয়ে জন্ম নেয় জাকির হোসেন। জন্মের কিছুদিন পর বাবাকে হারায় জাকির। টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি। মাঝেমধ্যে রশি ছিঁড়ে ছুটে যায় জাকির। তখন পাগল বলে মানুষে মারধর করে। আমি মরে যাওয়ার পর ছেলের কি হবে তা নিয়ে চিন্তিত। ছেলের চিকিৎসার জন্য সবার সহযোগিতা চাই আমি।

দুর্গাপুর উপজেলার দক্ষিণ ভবানিপুর গ্রামের জাহাঙ্গীর মাহমুদ বলেন, অসহায় মা-ছেলের পাশে বিত্তবান এবং সবার দাঁড়ানো উচিত। তাহলে এই অমানবিক ঘটনা থেকে মুক্তি পাবে প্রতিবন্ধী ছেলেটি।

দুর্গাপুর সার্কেলের এএসপি মাহমুদা শারমিন নেলী বলেন, আমরা সাধ্যমতো অসহায় মা-ছেলের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। 

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা খানম বলেন, জাকির হোসেনকে প্রতিবন্ধী ভাতা দেয়া হয়। আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসার জন্য কিছুটা সাহায্য করেছি। আমরা জাকির ও তার মাকে সরকারি সহযোগিতা দেয়ার চেষ্টা করব।

আগামী নিউজ/টিএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে