Dr. Neem on Daraz
Victory Day

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা


আগামী নিউজ | আগামী নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৪, ১০:৩৮ এএম
‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

ছবি: আগামী নিউজ

রাজবাড়ীঃ ‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২ ও ৩ ফেব্রুয়ারি, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার 'শান্তি মিশন' এর ডাস-বাংলাদেশ ট্রেনিং এন্ড রিসোর্স ডেভলপমেন্ট সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয় ।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কৃষি কর্মকর্তা, কৃষিবিদ রফিকুল ইসলাম কর্মশালার অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্হিত ছিলেন। বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যন, ড. এম এ হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে রেজাউল করিম, চেয়ারম্যান, বহরপুর ইউপি এবং আবু তাহের মোল্লা, সভাপতি খাজা মঈনুদ্দীন চিশতী (রহঃ) জামে মসজিদ, শান্তিমিশন।

প্রশিক্ষক হিসেবে ছিলেন, চন্দনা নার্সারীর টিপু সুলতান, নিম অর্গানিক লিমিটেডের ফ্যাক্টরি ম্যানেজার নাজমুল হক এবং পারমাথেরাপী হেলিং সেন্টার লিমিটেডের নাসিমা বেগম।

মেডিসিন প্লান্টস এন্ড হারবাল প্রডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রনালয়ের সহযোগিতায় বাস্তবায়ন করেছে বাংলাদেশ নিম ফাউন্ডেশন।

এমআইসি/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে