Dr. Neem on Daraz
Victory Day

বিআইডব্লিউটিএ’র গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট


আগামী নিউজ | নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৩:১৩ পিএম
বিআইডব্লিউটিএ’র গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ঢাকাঃ নারায়ণগঞ্জের খানপুর এলাকায় বিআইডব্লিউটিএ’র গুদামে আগুন লাগার খবর পাওয়া গেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এই আগুন লাগে।

জানা গেছে, বিআইডব্লিউটিএ এর গুদামে মজুদ করা প্লাস্টিক পাইপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, খবর পেয়ে আমাদের নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ ও আদমজী স্টেশনের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

প্রসঙ্গত, ২০১৮ সালের নভেম্বর মাসেও একই স্থানে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

 

এমআইসি/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে