Dr. Neem on Daraz
Victory Day

টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ৫


আগামী নিউজ | টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪, ১০:৪৯ পিএম
টাঙ্গাইলের ঘাটাইলে  সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ৫

টাঙ্গাইলঃ টাঙ্গাইলের ঘাটাইলে লরির সঙ্গে সিএনজিচালিত মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।


বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের নাম শফিকুল ইসলাম। তার বাড়ি ধনবাড়ী সদর উপজেলায়। তিনি ঘাটাইলে একটি এনজিওর ম্যানেজার বলে জানা গেছে। তবে নিহত অন্যজন ও আহত পাঁচজনের নাম জানা যায়নি।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে তেলবাহী একটি লরি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং ঘাটাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। আহতদের ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

শফিকুজ্জামান খান মোস্তফা/এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে