Dr. Neem on Daraz
Victory Day

ভোট দিতে পারছেন না ডলি সায়ন্তনী !


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, পাবনা প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ০৭:৩৩ এএম
ভোট দিতে পারছেন না ডলি সায়ন্তনী !

পাবনাঃ আজ (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। মাঠে রয়েছেন অনেক আলোচিত ও তারকা প্রার্থী।

তার মধ্যে পাবনা ২ (সুজানগর-আমিনপুর) আসনে নির্বাচন করছেন নব্বই দশকের জনপ্রিয় কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী।

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে নোঙর প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি। ভোটারদের নানা ধরনের গান শুনিয়ে আলোচনায় ছিলেন ডলি সায়ন্তনী।

কিন্তু হঠাৎ করেই ভোটের আগেরদিন জানা গেল, ভোট দিতে পারবেন না এই কন্ঠ শিল্পী ডলি সায়ন্তনী। ঢাকার ভোটার হওয়ার কারণে নিজের সংসদীয় আসনে তিনি ভোট দিতে পারছেন না।

এ বিষয়ে ডলি সায়ন্তনী বলেন, 'আমি পাবনা-২ আসনে নির্বাচন করছি৷ কিন্তু আমি ভোটার হয়েছি ঢাকা থেকে। এ কারণে আমি ভোট দিতে পারছিনা।

ডলি সায়ন্তনী বলেন, 'ভোট না দিতে পারলেও কেন্দ্রে কেন্দ্রে নিজের ভক্তদের পাশে থাকার জন্য ভোট কেন্দ্রে উপস্থিত থাকবো আমি।'


এসআর/এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে