ফরিদপুরঃ ফরিদপুর -১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বীতার মুখোমুখি হচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও দৈনিক ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন। প্রতিদিন উঠান বৈঠক, মিটিং, মিছিল, আলোচনা সভা করে জনপ্রিয়তা বারাচ্ছেন প্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন কর্মী সমর্থকরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে প্রার্থীদের নির্বাচনী ক্যাম্পে বাজছে নির্বাচনী প্রচরাণার জয়গান।
ফরিদপুর -১ আসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নৌকা, ঈগল ও নোঙ্গর মার্কায় নেতা কর্মীরা ভোটের মাঠে বিভক্ত হয়ে ভোট প্রার্থনা করছেন। গাছে গাছে ঝুলছে পোস্টার ব্যানার। বেশির ভাগ নৌকা, ঈগল ও নোঙ্গর মার্কার অনুসারী। এছারাও অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোহাম্মদ আবু জাফর প্রতীক নোঙ্গর, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) দলের মোঃ নুরু ইসলাম সিকদার প্রতীক একতারা, জাতীয় পার্টির আক্তারুজ্জামান খান লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। তবে লাঙ্গল ও একতারা প্রতীকের প্রার্থীদের মাঠে দেখা যাচ্ছে না।
ফরিদপুর-১ জাতীয় সংসদের ২১১ নং আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৭৭ হাজার ৯৮৬ জন। এ আসনে ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত মনজুর হোসেন বুলবুল ৩ লক্ষ ৪ হাজার ৬০৭ ভোট পেয়ে জয়লাভ করে।২০০১ সালে আব্দুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে।
সালেহীন সোয়াদ/এমআইসি