Dr. Neem on Daraz
Victory Day

জাবির শিক্ষার্থীবাস দুর্ঘটনায় আহত ১০ জন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩, ০১:৫৬ পিএম
জাবির শিক্ষার্থীবাস দুর্ঘটনায় আহত ১০ জন

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী বহনকারী  বাস দুর্ঘটনায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে।


সোমবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে তিনটাই  সাভারের রাজফুলবাড়িয়াতে  এই দুর্ঘটনা ঘটে৷ 

ঐ সময় বাসে থাকা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বাসটি ২টা ১৫ মিনিটে  বঙ্গবাজার থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে যাত্রা করে । হেমায়েতপুর পার হয়ে সাভারের রাজফুলবাড়িয়া বাসটি আসলে বাসের সামনে থাকা একটি ট্রাক  সংকেত না দিয়েই   ইউটার্ন  নেওয়ার চেষ্টা করে  ঠিক সেই সময়ে পিছনে থাকা  ক্যাম্পাস বাসটি ব্রেক করলেও তেমন কাজে আসে না। এই সময় বাসে থাকা প্রত্যেকেই আহত হয়। তার মধ্যে  ৮ জন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠে। আর বাকি দুইজন  আশঙ্কাজনভাবে ব্যাথা পায়।

কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুহীম  বলেন, ক্যাম্পাস বাসটির দুর্ঘটনার পর আমাদের মধ্যে যারা বেশি ব্যাথা পায় তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিই। এই দুর্ঘটনায় কম-বেশি সবাই আহত হয়। আমার পায়ের নক উপড়ে গেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় ব্যাথা করছে।

পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক মো. আওলাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে চালক  তার  দোষ স্বীকার করে নিয়েছে। আমরা এই দুর্ঘটনার জন্য একটা তদন্ত কমিটি গঠন করব, তারপর সেই রিপোর্ট অনুযায়ী চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


সৈকত ইসলাম/এমআইসি 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে