Dr. Neem on Daraz
Victory Day

জবিতে তথ্য অধিকার বিষয়ক র‌্যালী এবং পোষ্টার প্রদর্শনী


আগামী নিউজ | জবি প্রতিনিধি প্রকাশিত: জুন ২১, ২০২৩, ০৪:৫০ পিএম
জবিতে তথ্য অধিকার বিষয়ক র‌্যালী এবং পোষ্টার প্রদর্শনী

ফাইল ছবি

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) তথ্য অধিকার বিষয়ক র‌্যালী এবং পোষ্টার প্রদর্শনী করা হয়েছে।

 

বুধবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির আয়োজনে তথ্য অধিকার বিষয়ক একটি সচেতনতামূলক র‌্যালীর আয়োজন করা হয়।

 

‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ স্লোগানকে সামনে রেখে র‌্যালীটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে উপাচার্য (রুটিন দায়িত্ব) এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর নেতৃত্বে র‍্যালীটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

 

এসময় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ র‌্যালীতে অংশগ্রহণ করেন।

 

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে তথ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক পোস্টার প্রদর্শনী করা হয়।

 

তথ্য অধিকার বিষয়ক র‌্যালী এবং পোষ্টার প্রদর্শনীর সহযোগিতায় ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে